Tense: ইংরেজির সহজ পাঠ-১

TENSE

  • Tense is a form of a verb that is used to show when an action happened. (Merriam-Webster Dictionary)
  • এটি ১২ প্রকার। যেমন:
1.Present Indefinite Tense
সাধারণ বর্তমান কাল

hint: নিত্যনৈমিত্তিক ঘটনার বিবরণ

১. আমি শিখি। — I learn.
২. আমি কি শিখি? — Do I learn?
৩. আমি শিখি না। — I don’t learn.
৪. আমি কি শিখি না? — Don’t I learn?

১. সে শিখে। — He learns.
২. সে কি শিখে? — Does he learn?
৩. সে শিখে না। — He doesn’t learn.
৪. সে কি শিখে না? — Doesn’t he learn?


নোট:
  •  Affirmative Structure: Subject+ verb-এর present form.
  • Subject Third-person-singular-number হলে verb এর শেষে s অথবা es হয় এবং বাক্যে Do- এর পরিবর্তে Does হয়।
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:
Present Indefinite Tense


2.Present Continuous Tense 
  ঘটমান বর্তমান কাল
hint: বর্তমানে চলমান কাজ বুঝাতে


১. আমি শিখছি। — I am learning.
২. আমি কি শিখছি? — Am I learning?
৩. আমি শিখছি না। — I am not learning.
৪. আমি কি শিখছি না। — Am I not learning? / Aren’t I learning?

১. আমরা শিখছি। — We are learning.
২. আমরা কি শিখছি? — Are we learning?
৩. আমরা শিখছি না। — We aren’t learning.
৪. আমরা কি শিখছি না। — Aren’t we learning?

১. সে শিখছে। — She is learning.
২. সে কি শিখছে? — Is she learning?
৩. সে শিখছে না। — She isn’t learning.
৪. সে কি শিখছে না। — Isn’t she learning?
নোট:
  • Affirmative Structure: Subject+is/am/are+verb+ing 
  • amn’t হয় না। am not-এর contraction করলে aren’t অথবা ain’t হয়। 
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:    
Present ContinuousTense


3.Present Perfect Tense
পুরাঘটিত বর্তমান কাল
hint: যে-কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে

১. আমি শিখেছি। — I have learnt.
২. আমি কি শিখেছি? — Have I learnt?
৩. আমি শিখিনি। — I haven’t learnt.
৪. আমি কি শিখিনি? — Haven’t I learnt?

১. আমরা শিখেছি। — We have learnt.
২. আমরা কি শিখেছি? — Have we learnt?
৩. আমরা শিখিনি। — We haven’t learnt.
৪. আমরা কি শিখিনি? — Haven’t we learnt?

১. সে শিখেছে। — He has learnt.
২. সে কি শিখেছে? — Has he learnt?
৩. সে শিখেনি। — He hasn’t learnt.
৪. সে কি শিখেনি? — Hasn’t he learnt?
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:   
Present Perfect Tense



4.Present Perfect Continuous Tense
পুরাঘটিত ঘটমান বর্তমান কাল 
hint:অতীতে শুরু হয়ে এখনো যেই কাজ চলছে তা বুঝাতে
১. আমি দু’বছর যাবৎ শিখছি। — I have been learning for two years.
২. আমি কি দু’বছর যাবৎ শিখছি? — Have I been learning for two years?
৩. আমি দু’বছর যাবৎ শিখছি না। — I haven’t been learning for two years.
 ৪. আমি কি দু’বছর যাবৎ শিখছি না? — Haven’t I been learning for two years?

১. সে দু’বছর যাবৎ শিখছে। — He has been learning for two years.
২. সে কি দু’বছর যাবৎ শিখছে? — Has he been learning for two years?
৩. সে দু’বছর যাবৎ শিখছে না। — He hasn’t been learning for two years.
৪. সে কি দু’বছর যাবৎ শিখছে না? — Hasn’t he been learning for two years?
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:   
Present Perfect Continuous Tense



5.Past Indefinite Tense
সাধারণ অতীত কাল
১. আমি শিখেছিলাম। —I learnt.
২. আমি কি শিখেছিলাম? — Did I learn?
৩. আমি শিখেছিলাম না/ শিখিনি। — I didn’t learn?
৪. আমি কি শিখেছিলাম না/ শিখিনি? — Didn’t I learn?
নোট:
Present perfect-এর সাথে এই tense-এর কিছুটা সাদৃশ্য থাকলেও এদের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। সাধারণত দূর অতীতের জন্য past tense ব্যবহৃত হয়। তাছাড়া অতীতের কোন নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে সেখানে আবশ্যকীয়ভাবে এই tense ব্যবহৃত হয়।
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:   
Past Indefinite Tense


6.Past Continuous Tense
ঘটমান অতীত কাল
১. আমি শিখছিলাম। — I was learning.
২. আমি কি শিখছিলাম? — Was I learning?
৩. আমি শিখছিলাম না। — I wasn’t learning.
৪. আমি কি শিখছিলাম না? — Wasn’t I learning?

১. তুমি শিখছিলে। —You were learning.
২. তুমি কি শিখছিলে? — Were you learning?
৩. তুমি শিখছিলে না। — You weren’t learning.
৪. তুমি কি শিখছিলে না? — Weren’t you learning?
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:   
Past Continuous Tense


7.Past Perfect Tense
পুরাঘটিত অতীত কাল
১. তিনি আসার আগে আমি শিখেছিলাম। — I had learnt before he came.
২. তিনি আসার আগে আমি কি শিখেছিলাম? — Had I learnt before he came?
৩. তিনি আসার আগে আমি শিখেছিলাম না/ শিখিনি। — I hadn’t learnt before he came.
৪. তিনি আসার আগে আমি কি শিখেছিলাম না/ শিখিনি? — Hadn’t I learnt before he came.
নোট:
সাধারণত অতীতে সংঘটিত দুটি কাজের একটি অপরটির পূর্বে সংঘটিত হলে, যেটি পূর্বে ঘটে সেটির জন্য Past Perfect Tense ব্যবহৃত হয়।
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:   
Past Perfect Tense






8.Past Perfect Continuous Tense

পুরাঘটিত ঘটমান অতীত কাল
১. সে শিখার আগে আমি দশ বছর যাবৎ শিখছিলাম। — I had been learning for ten years before he learnt.
২. সে শিখার আগে আমি কি দশ বছর যাবৎ শিখছিলাম? — Had I been learning for ten years before he learnt?
৩. সে শিখার আগে আমি দশ বছর যাবৎ শিখছিলাম না। — I had not been learning for ten years before he learnt.
৪. সে শিখার আগে আমি কি দশ বছর যাবৎ শিখছিলাম না? — Had I not been learning for ten years before he learnt?
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:   
Past Perfect Continuous Tense
___________________________________________________________________________________________
9.Future Indefinite Tense
সাধারণ ভবিষ্যৎ কাল
১. আমি শিখব। — I shall learn.
২. আমি কি শিখব? — Shall I learn?
৩. আমি শিখব না। — I shall not learn./ I shan’t learn.
৪. আমি কি শিখব না। — Shall I not learn?/ Shan’t I learn?
♦ `I' এর জন্য will ও ব্যবহৃত হয়।

১. তুমি শিখবে। — You will learn.
২. তুমি কি শিখবে? — Will you learn?
৩. তুমি শিখবে না।  — You will not learn./ You won’t learn. 
৪. তুমি কি শিখবে না? — Will you not learn?/ Won’t you learn?
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:   
Future Indefinite Tense.PNG
____________________________________________________________________________________________________

10.Future Continuous Tense
ঘটমান ভবিষ্যৎ কাল
১. আমি শিখতে থাকব। — I shall be learning.
২. আমি কি শিখতে থাকব? — Shall I be learning?
৩. আমি শিখতে থাকব না। — I shall not be learning./ I shan’t be learning.
৪. আমি কি শিখতে থাকব না? — Shall I not be learning? / Shan’t I be learning?

১. তুমি শিখতে থাকবে। — You will be learning.
২. তুমি কি শিখতে থাকবে? — Will you be learning?
৩. তুমি শিখতে থাকবে না। — You will not be learning./ You won’t be learning. 
৪. তুমি কি শিখতে থাকবে না?  — Will you not be learning?/ Won’t you be learning?
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:   

Future Continuous Tense

______________________________________________________________________________________________

11.Future Perfect Tense 
পুরাঘটিত ভবিষ্যৎ কাল
১. তিনি যাওয়ার আগে আমি শিখব/ শিখে থাকব। — I shall have learnt before he goes / will go.
২. তিনি যাওয়ার আগে আমি কি শিখব? — Shall I have learnt before he goes?
৩. তিনি যাওয়ার আগে আমি শিখব না। — I shall not have learnt before he goes.
৪. তিনি যাওয়ার আগে আমি কি শিখব না? — Shall I not have learnt before he goes?

১. আমি যাওয়ার আগে তুমি শিখবে । — You will have learnt before I go.
২. আমি যাওয়ার আগে তুমি কি শিখবে? — Will you have learnt before I go?
৩. আমি যাওয়ার আগে তুমি শিখবে না। — You will not have learnt before I go.
৪. আমি যাওয়ার আগে তুমি কি শিখবে না? — Will you not have learnt before I go?
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:   
Future Perfect Tense


12.Future Perfect Continuous 
পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ কাল
১. তিনি যাওয়ার আগে আমি দু’ঘণ্টা ধরে শিখতে থাকব।
   I shall have been learning for two hours before he goes / will go.
২. তিনি যাওয়ার আগে আমি কি দু’ঘণ্টা ধরে শিখতে থাকব?
   Shall I have been learning for two hours before he goes?
৩. তিনি যাওয়ার আগে আমি দু’ঘণ্টা ধরে শিখতে থাকব না।
   I shall not have been learning for two hours before he goes.
৪. তিনি যাওয়ার আগে আমি কি দু’ঘণ্টা ধরে শিখতে থাকব না?
   Shall I not have been learning for two hours before he goes?

১. আমি যাওয়ার আগে তুমি তিন ঘণ্টা ধরে শিখতে থাকবে।
   You will have been learning for three hours before I go.
২. আমি যাওয়ার আগে তুমি কি তিন ঘণ্টা ধরে শিখতে থাকবে?
   Will you have been learning for three hours before I go?
৩. আমি যাওয়ার আগে তুমি তিন ঘণ্টা ধরে শিখতে থাকবে না।
   You will not have been learning for three hours before I go.
৪. আমি যাওয়ার আগে তুমি কি তিন ঘণ্টা ধরে শিখতে থাকবে না?
   Will you not have been learning for three hours before I go?
  • Make affirmative, interrogative, negative and negative-interrogative sentences using the following table:   
Future Perfect Continuous Tense

Voice: ইংরেজির সহজ পাঠ-২

♦  Affirmative
Present Indefinite Tense
Active: I do the work. আমি কাজটি করি
Passive: The work is done by me. আমার দ্বারা কাজটি করা হয়
Active: We write many sentences. আমরা অনেক বাক্য লিখি
Passive: Many sentences are written by us. — আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হয়। 
Active: He helps me. তিনি আমাকে সাহায্য করেন
Passive: I am helped by him. আমি তাঁর দ্বারা সাহায্যপ্রাপ্ত হই

Present Continuous Tense
Active: I am doing the work. আমি কাজটি করছি
Passive: The work is being done by me. আমার দ্বারা কাজটি করা হচ্ছে
Active: We are writing many sentences. আমরা অনেক বাক্য লিখছি
Passive: Many sentences are being written by us. আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হচ্ছে।                                              
Active: He is helping me. তিনি আমাকে সাহায্য করছেন
Passive: I am being helped by him. আমি তাঁর দ্বারা সাহায্যপ্রাপ্ত হচ্ছি

Present Perfect Tense
Active: I have done the work. আমি কাজটি করেছি
Passive: The work has been done by me. আমার দ্বারা কাজটি করা হয়েছে
Active: We have written many sentences. আমরা অনেক বাক্য লিখেছি
Passive: Many sentences have been written by us. আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হয়েছে
Active: He has helped me. তিনি আমাকে সাহায্য করেছেন
Passive: I have been helped by him.   — আমি তাঁর দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি

Past Indefinite Tense
Active: I did the work.  আমি কাজটি করেছিলাম
Passive: The work was done by me. আমার দ্বারা কাজটি করা হয়েছিল
Active: We wrote many sentences. আমরা অনেক বাক্য লিখেছিলাম
Passive: Many sentences were written by us.  আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হয়েছিল।                                                                         
Active: He helped me. তিনি আমাকে সাহায্য করেছিলেন
Passive: I was helped by him. আমি তাঁর দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছিলাম

Past Continuous Tense
Active: I was doing the work. আমি কাজটি করছিলাম
Passive: The work was being done by me. আমার দ্বারা কাজটি  করা হচ্ছিল
Active: We were writing many sentences. আমরা অনেক বাক্য লিখছিলাম
Passive: Many sentences were being written by us. আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হচ্ছিল
Active: He was helping me. তিনি আমাকে সাহায্য করছিলেন
Passive: I was being helped by him. আমি তাঁর দ্বারা সাহায্যপ্রাপ্ত হচ্ছিলাম

Past Perfect Tense
Active:  I had done the work before he came. — তিনি আসার আগে আমি কাজটি করেছিলাম
Passive: The work had been done by me before he came. তিনি আসার আগে আমার দ্বারা কাজটি করা হয়েছিল
Active:  We had written many sentences before he wrote. তিনি লিখার আগে আমরা অনেক বাক্য লিখেছিলাম
Passive: Many sentences had been written by me before he wrote.  তিনি লিখার আগে আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হয়েছিল
Active: He had helped me before I asked. আমি চাওয়ার আগে তিনি আমাকে সাহায্য করেছিলেন
Passive: I had been helped by him before I asked. আমি চাওয়ার আগে তাঁর দ্বারা আমি সাহায্যপ্রাপ্ত হয়েছিলাম

Future Indefinite Tense
Active: I shall do the work. আমি কাজটি করব
Passive: The work will be done by me. আমার দ্বারা কাজটি করা হবে
Active: We shall write many sentences. আমরা অনেক বাক্য লিখব
Passive: Many sentences will be written by us. আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হবে
Active: I will help him.  আমি তাকে সাহায্য করব
Passive: He will be helped by me.  সে আমার দ্বারা সাহয্যপ্রাপ্ত হবে

 Future Continuous Tense
Active: I shall be doing the work. আমি কাজটি করতে থাকব
Passive: The work will be being done by me. আমার দ্বারা কাজটি করা হতে থাকবে
Active: We shall be writing many sentences. আমরা অনেক বাক্য লিখতে থাকব
Passive: Many sentences will be being written by us. আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হতে থাকবে
Active: I shall be/ will be helping him. আমি তাকে সাহায্য করতে থাকব
Passive: He will be being helped by me. সে আমার দ্বারা সাহায্যপ্রাপ্ত হতে থাকবে

Future Perfect Tense
Active: I shall have done the work before he comes. তিনি আসার আগে আমি কাজটি করে থাকব
Passive: The work will have been done by me before he comes. তিনি আসার আগে আমার দ্বারা কাজটি করা হয়ে থাকবে
Active: We shall have written many sentences before he comes. তিনি আসার আগে আমরা অনেক বাক্য লিখে থাকব
Passive: Many sentences will have been written by us before he comes. তিনি আসার আগে আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হয়ে থাকবে
Active: Khalid will have helped them before you help. তুমি সাহায্য করার আগে খালিদ তাদেরকে সাহায্য করে থাকবে
Passive: They will have been helped by Khalid before you help.  তুমি সাহায্য করার আগে তারা খালিদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়ে থাকবে
_______________________________________________

Interrogative
Active: Do I do the work?  আমি কি কাজটি করি?

Passive: Is the work done by me?  কাজটি কি আমার দ্বারা করা হয়?

Active: Do we write many sentences? আমরা কি অনেক বাক্য লিখি?

Passive: Are many sentences written by us?  আমাদের দ্বারা কি অনেক বাক্য লিখা হয়?
Active: Does Ayesha help him?  আয়েশা কি তাকে সাহায্য করে?
Passive: Is he helped by Ayesha?  সে কি আয়েশার দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়?

Active: Am I doing the work?  আমি কি কাজটি করছি?
Passive: Is the work being done by me? আমার দ্বারা কি কাজটি করা হচ্ছে?
Active: Are we writing many sentences? আমরা কি অনেক বাক্য লিখছি?
Passive: Are many sentences being written by us? আমাদের দ্বারা কি অনেক বাক্য লিখা হচ্ছে?
Active: Is father helping mother? বাবা কি মা-কে সাহায্য করছে?
Passive: Is mother being helped by father? মা কি বাবার দ্বারা সাহায্যপ্রাপ্ত হচ্ছে?

Active: Have I done the work?  আমি কি কাজটি করেছি?
Passive: Has the work been done by me?  কাজটি কি আমার দ্বারা করা হয়েছে?
Active: Have we written many sentences? আমরা কি অনেক বাক্য লিখেছি?
Passive: Have many sentences been written by us? আমাদের দ্বারা কি অনেক বাক্য লিখা হয়েছে?

Active: Did I read the book? আমি কি বইটি পড়েছিলাম?
Passive: Was the book read by me? বইটি কি আমার দ্বারা পড়া হয়েছিল?
Active: Did you buy many books? তুমি কি অনেক বই কিনেছিলে?
Passive: Were many books bought by you?  তোমার দ্বারা কি অনেক বই কেনা হয়েছিল?

Active: Were you studying the holy Quran? তুমি কি পবিত্র কুরআন অধ্যয়ন করছিলে?
Passive: Was the holy Quran being studied by you? তোমার দ্বারা কি পবিত্র কুরআন অধ্যয়ন করা হচ্ছিল?
Active: Was he helping you? সে কি তোমাকে সাহায্য করছিল?
Passive: Were you being helped by him? তুমি কি তার দ্বারা সাহায্যপ্রাপ্ত হচ্ছিলে?

Active: Had you studied the holy Quran before she studied? সে অধ্যয়ন করার আগে তুমি কি পবিত্র কুরআন অধ্যয়ন করেছিলে?
Passive: Had the holy Quran been studied by you before she studied? সে অধ্যয়ন করার আগে তোমার দ্বারা কি পবিত্র কুরআন অধ্যয়ন করা হয়েছিল?

Active: Will you study the holy Quran? তুমি কি পবিত্র কুরআন অধ্যয়ন করবে?
Passive: Will the holy Quran be studied by you? তোমার দ্বারা কি পবিত্র কুরআন অধ্যয়ন করা হবে?

Active: Shall I be helping the poor?  —  আমি কি দরিদ্রদের সাহায্য করতে থাকব?
Passive: Will the poor be being helped by me?  দরিদ্ররা কি আমার দ্বারা সাহায্যপ্রাপ্ত হতে থাকবে?

Active: Shall I have helped the poor?  আমি কি দরিদ্রদের সাহায্য করে থাকব?
Passive: Will the poor have been helped by me? দরিদ্ররা কি আমার দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়ে থাকবে?
________________________________________________
Imperative
Active: Do the work.  —  কাজটি কর।

Passive: Let the work be done by you.  —  তোমার দ্বারা কাজটি করা হউক।

Active: Do not do the work. কাজটি কর না।

Passive: Let not the work be done by you.   কাজটি তোমার দ্বারা করা না হউক।
Active: Don’t touch it. এটি স্পর্শ কর না।
Passive: Let it not be touched. এটি স্পর্শকৃত না হউক।
Passive: You are warned not to touch it.  —  এটি স্পর্শ না করতে তোমাকে সতর্ক করা হয়/হচ্ছে।

নোট: Active Voiceobject উল্লেখ না থাকলে  Passive Voice করার সময় you দিয়ে শুরু করতে হয়।
Active: Get out বের হও।
Passive: You are ordered to get out. তোমাকে বের হতে নির্দেশ  দেয়া হয়/হচ্ছে।