Important Structure: ইংরেজির সহজপাঠ-৩



Some important structure

১। কে শিখে? Who learns?
২। আমি কি শিখি? Do I learn?
৩। আমি কী শিখি? What do I learn?
৪। আমি কেন শিখি? Why do I learn?
৫। আমি কখন শিখি? When do I learn?
৬। আমি কোথায় শিখি? Where do I learn?
৭। আমি কীভাবে শিখি? How do I learn?

৮। আমি কি শিখি না? Do I not learn?
৯। আমি কী শিখি না? What Do I not learn?
১০। আমি কেন শিখি না? Why do I not learn?
১১। আমি কখন শিখি না? When do I not learn?
১২। আমি কোথায় শিখি না? Where do I not learn?
১৩। আমি কীভাবে শিখিনা? How do I not learn?

১৪। আমি কী শিখি তা তিনি জানেন।  He knows what I learn.
১৫। তিনি জানেন, আমি শিখি, না শিখি না।/ আমি শিখি কিনা তা তিনি জানেন। He knows whether I learn or not.
১৬। তিনি জানেন যে, আমি শিখি।  He knows that I learn.
১৭। আমি-যে শিখি তা তার জানা আছে।  That I learn is known to him.
১৮। এটি তার জানা যে, আমি শিখি। It is known to him that I learn.

Modal auxiliary:
১। আমি শিখতে পারি। (সামর্থ্য অর্থে) I can learn.
২। আমি শিখতে পারি। (সম্ভাবনা অর্থে- ভবিষ্যতে হয়ত আমি শিখব... )- I may learn.
৩। আমি শিখতাম। I used to learn.
৪। আমি শিখতে পারতাম। I could learn.
৪। আমি অবশ্যই শিখব। I must learn.
৫। আমাকে শিখতে হয়েছিল। I had to learn.
৬। আমাকে শিখতে হয়। I am to learn.
৭। আমাকে শিখতে হবে। I have to learn.
৮। আমি শেখার সাহস করি। I dare to learn./ I dare learn.
আমার শেখা উচিৎ। I should learn.